Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কি সেবা কিভাবে পাবেন

ক্রমিক নং

কি সেবা

সেবা গ্রহীতা

কিভাবে পাবেন

(ক)

উদ্ধুদ্ধকরণ

(১৮-৩৫) বছরের যুবরা

বিভিন্ন এলাকায় গিয়ে যুবদের  উদ্ধুদ্ধকণের মাধ্যমে আত্মকর্মসংস্থান।

(খ)

 ট্রেড ভিক্তিক প্রশিক্ষণ

এলাকায় গিয়ে আগ্রহী যুবদের একত্রিত করে হাস মুরগী পালন, মৎস্য চাষ, গবাদী পশু পালন, ছাগল পালন, মৌমাছি পালন এবং এলাকার চাহিদার ভিওিতে ট্রেড নির্বাচন করে অপ্রাষ্ঠিনিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে আত্মনির্ভরশীল করার সহযোগীতা করা হয়।

(গ)

ঋণদান কর্মসূচী 

প্রশিক্ষিত যুবদের ঋণ প্রদানের মাধ্যমে প্রকল্প গ্রহণ পূর্বক আত্মকর্মসংস্থান সৃষ্টির সুযোগ করে দেয়া হয়। 

(ঘ)

যুব সংগঠন তৈরি

যুবদেরকে একত্রিত করে সংগঠন তৈরি করা হয় এবং সমবায় প্রক্রিয়ায় আত্মনির্ভরশীল করা হয়।

(ঙ)

 নেওয়ার্কিং প্রকল্প

যুব সংগঠনের যুবদের গ্রুপ ভিত্তিক সচেতনা মূলক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করা হয়।

(চ)

প্রশিক্ষন

জোরদারকরনপ্রকল্প।

  ৩৪ টি ট্রেডের তালিকা সম্বলিত নির্দেশনা ও স্বানীয় চাহিদার ভিত্তিতে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে যুবদেরকে আত্মকর্মী করে গড়ে তোলা